ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন করোনায় মারা গেছেন

আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত
আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

ক্রীড়া সংগঠক, বাফুফের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আনোয়ার হোসেন (৬৩) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার তিনি মারা যান। আনোয়ার হোসেন বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ছোট ভাই।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, আনোয়ার হোসেন আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় মারা যান।

শায়রুল জানান, আনোয়ার হোসেন দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছিলেন। আজ সেখানেই মারা যান।

আনোয়ার হোসেন ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। তিনি বাফুফে ছাড়াও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক এবং পরে ভাইস প্রেসিডেন্ট, পাইওনিয়ার লীগ কমিটির সাবেক চেয়ারম্যান, ডামফার যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

শায়রুল জানান, কাল সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে ব্রাদার্স ক্লাব মাঠে জানাজা হবে। জুরাইন কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।