ভার্চ্যুয়াল কোর্টে ৩০ কার্যদিবসে ৫৭১ শিশুর জামিন, অভিভাবকের কাছে ৫৪৮

ফাইল ছবি
ফাইল ছবি

ভার্চ্যুয়াল কোর্টের মাধ্যমে বিভিন্ন অভিযোগে তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রের শিশুসহ ৫৭১ শিশু জামিন পেয়েছে। ভার্চ্যুয়াল কোর্টের কার্যক্রম শুরুর পর গত ৩০ কার্যদিবসে ওই শিশুরা জামিন পায়। জামিনপ্রাপ্তদের মধ্যে তিনটি কেন্দ্রের ৫৪৮ শিশুকে ইতিমধ্যে তাদের অভিভাবকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর সূত্রে আজ শনিবার এই তথ্য পাওয়া গেছে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান শনিবার প্রথম আলোকে বলেন, ‘২৫ জুন পর্যন্ত ৩০ কার্যদিবসে ভার্চ্যুয়াল আদালত হতে ৫৭১ শিশু জামিন পেয়েছে। এর মধ্যে তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রের শিশু এবং কেন্দ্রের বাইরের শিশুও রয়েছে। কেন্দ্রের বাইরের শিশুরা সরাসরি আদালত থেকে জামিন পেয়েছে। পাঁচ শতাধিক শিশুকে তাদের অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর তিনটি শিশু উন্নয়ন কেন্দ্র পরিচালনা করে আসছে। কেন্দ্র তিনটি হচ্ছে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র (বালক), গাজীপুরের কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্র (বালিকা) এবং যশোরের পুলেরহাটের শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)।

সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (প্রতিষ্ঠান-২) এম এম মাহমুদুল্লাহ শনিবার প্রথম আলোকে বলেন, আইনের সংঘাতে জড়িত শিশুদের জামিনের বিষয়ে গত ১২ মে থেকে শুনানি শুরু হয়। ২৬ জুন পর্যন্ত বিভিন্ন অভিযোগে কেন্দ্রে থাকা ৫৫৬ শিশু জামিন পেয়েছে। ইতিমধ্যে ৫৪৮ শিশুকে তাদের অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ইউনিসেফ এ বিষয়ে সক্রিয় সহায়তা দিচ্ছে। বাকি আট শিশুকে তাদের অভিভাবক এসে নিয়ে যাবেন, যার প্রক্রিয়া শেষ পর্যায়ে। জামিন পাওয়া শিশু বাদ দিয়ে বর্তমানে কেন্দ্র ৩টিতে ৮৪৫ শিশু রয়েছে। এর মধ্যে ১২ মে থেকে ২৬ জুন পর্যন্ত ৩টি কেন্দ্রে নতুন ২৭০ শিশু এসেছে।