মির্জাপুরে সাবেক সাংসদসহ ৮ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাবেক সাংসদ ও মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ নতুন করে আটজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুর উপজেলায় ১৯১ জন করোনাভাইরাসে সংক্রমিত হলেন।

সাবেক সাংসদের মেয়েও (২০) করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। বাবা–মেয়ে মির্জাপুরে নিজেদের বাড়িতেই অবস্থান করছেন। আবুল কালাম আজাদ সিদ্দিকী অসুস্থ বোধ করায় গত বুধবার বিকেলে পরিবারের সদস্যসহ নমুনা দেন।

মির্জাপুরে সব মিলিয়ে ১৯১ জন কোভিড–১৯ রোগীর মধ্যে চারজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৪৩ জন।

এদিকে মির্জাপুরে কোভিড–১৯ রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় মির্জাপুর পৌরসভায় দ্বিতীয় দফায় লকডাউন চলছে। গত শুক্রবার থেকে মির্জাপুরে ব্যবসাপ্রতিষ্ঠান, কাঁচাবাজারসহ সবকিছু বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৬ থেকে ২৫ জুন পর্যন্ত পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে লকডাউন ছিল। এই সময়সীমা আগামী ২ জুলাই পর্যন্ত বাড়িয়েছে প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম বলেন, শনাক্ত রোগী ও তাঁদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।