হাসপাতালে আ.লীগ নেতা কোভিডে আক্রান্ত, বাড়ি ফেরার পর মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল হক। ছবি: সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল হক। ছবি: সংগৃহীত

মাথায় জখম নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বদরুল হক (৬৬)। হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ে তাঁর করোনাভাইরাসের সংক্রমণের নমুনা পরীক্ষায় ফল পজিটিভ আসে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার এক দিন পর আজ রোববার ভোরে তিনি মারা যান।

বদরুল হক সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

আজ ভোর সাড়ে পাঁচটার দিকে শীলঘাট গ্রামে নিজ বাড়িতে বদরুল হক মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিসর চৌধুরী জানান, আজ বেলা দুইটায় স্বাস্থ্যবিধি মেনে বদরুল হকের দাফন সম্পন্ন হয়েছে।

পরিবার সূত্র জানায়, প্রায় এক মাস আগে গ্রামে একটি বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে হামলায় মাথায় আঘাত পান বদরুল। গুরুতর আহত অবস্থায় সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

বদরুল হক ২০০৫ সালে আমুড়া ইউপির চেয়ারম্যান ছিলেন। এর আগে দুই মেয়াদে তিনি ইউপি সদস্য ছিলেন।