রাজধানীতে গৃহপরিচারকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝুলন্ত লাশ। ছবিটি প্রতীকী
ঝুলন্ত লাশ। ছবিটি প্রতীকী

রাজধানীর ভাটারায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গৃহপরিচারকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহপরিচারকের নাম মোস্তাফিজুর রহমান। তাঁর বাড়ি ময়মনসিংহের ত্রিশালে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ওই বাসায় গৃহপরিচারকের কাজ করতেন মোস্তাফিজুর।

মুক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, বেলা ১১ টার দিকে খবর পেয়ে পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকায় মোস্তাফিজ যে ভবনে থাকতেন, সেখানে যায়। ভবনের নিচতলায় গৃহপরিচারকেরা আলাদা আলাদা কক্ষে থাকেন। তেমন একটি কক্ষের বাইরে থেকে পুলিশ মোস্তাফিজুর রহমানকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। পরে দরজা ভেঙে তাঁকে বের করা হয়।

মোস্তাফিজুরের শ্যালক রাসেল পুলিশকে জানান, মোস্তাফিজের পেটে অসহ্য যন্ত্রণা ছিল। শনিবার রাতে তিনি রাসেলকে এ কথা জানান। রাসেল তাঁকে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তে বলেন। সকালে দরজা বন্ধ দেখে তিনি বাইরে থেকে ধাক্কাধাক্কি করেও কোনো আওয়াজ পাননি। পরে পুলিশকে ডাকেন।

রাসেল এই ঘটনায় বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন। রাসেল নিজেও সেখানে গৃহপরিচারকের কাজ করেন।