রাজশাহীতে আরও ৫৯ জনের কোভিড শনাক্ত

রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ চিকিৎসকসহ নতুন করে ৫৯ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৬ জন রাজশাহী নগরের বাসিন্দা। নতুন শনাক্ত এই ৫৯ জন নিয়ে রাজশাহীতে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫৭১। আজ সোমবার রাজশাহী জেলা সিভিল সার্জন মোহা. এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় রাজশাহী জেলার ৫৯ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী মহানগরের ২৬ জন, পবা উপজেলার ১৩ জন, মোহনপুরের ১১ জন, বাঘার ২ জন, তানোরের ৬ জন ও গোদাগাড়ীর ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হলেন ৫৭১ জন। শুধু রাজশাহী নগরেই রোগীর সংখ্যা ৩৮১।

সিভিল সার্জন আরও জানান, রাজশাহীতে গতকাল রোববার পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮ জন। মারা গেছেন ৭ জন।