খুলনা বিভাগে কোভিড-১৯ রোগী ৪ হাজার ছাড়িয়েছে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনা বিভাগে কোভিড-১৯ রোগীর সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। মোট শনাক্তের সংখ্যা ৪ হাজার ৭৬ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ২১৬ জনের। এখন পর্যন্ত মারা গেছেন ৫৯ জন।

আজ সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

বিভাগে নতুন সংক্রমিত ২১৬ জনের মধ্যে খুলনা জেলার ১০২ জন, বাগেরহাটের ৭ জন, সাতক্ষীরার ৯ জন, যশোরের ৩৯ জন, মাগুরার ১১ জন, নড়াইলের ১২ জন ও কুষ্টিয়ার ৩৬ জন। সব মিলিয়ে বিভাগের মধ্যে খুলনায় এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ১ হাজার ৭৮৬ জন, বাগেরহাটে ১৯৪ জন, সাতক্ষীরায় ১৮৩ জন, যশোরে ৫৬১ জন, ঝিনাইদহে ১৮৫ জন, মাগুরায় ১৩০ জন, নড়াইলে ১৭৮ জন, কুষ্টিয়ায় ৫৭৭ জন, চুয়াডাঙ্গায় ২১২ জন ও মেহেরপুরে ৭০ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, খুলনা বিভাগের মধ্যে গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হয়। পরবর্তী ৭৩ দিনে এ সংখ্যা দাঁড়ায় ৫০০ জনে। ২৯ জুন, অর্থাৎ ১০৩তম দিনে রোগীর সংখ্যা চার হাজার ছাড়াল। খুলনা বিভাগের মোট রোগীর প্রায় ৪৪ শতাংশই খুলনা জেলার। জেলায় এখন কোভিড–১৯ রোগীর সংখ্যা ১ হাজার ৭৮৬ জন। এর মধ্যে খুলনা নগরের বাসিন্দা ১ হাজার ৪০৩ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, ২০ জুন থেকে আজ ২৯ জুন—এই ১০ দিনে ২ হাজার ১৫১ জন রোগী শনাক্ত হয়েছেন। যা মোট রোগীর ৫৩ শতাংশ। এই ১০ দিনে মারা গেছেন ৩৩ জন, যা মারা যাওয়া মোট রোগীর প্রায় ৫৬ শতাংশ।