ভৈরবে করোনা শনাক্ত ৫০০ ছাড়াল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। আজ মঙ্গলবার নতুন করে পাঁচজনের সংক্রমণ শনাক্ত হওয়ায় সংখ্যাটি এখন ৫০২। এর মধ্যে মারা গেছেন ১০ জন। সুস্থ হয়েছেন ৩২৬ জন। 

আক্রান্ত, মৃত্যু ও সুস্থতা ফিরে পাওয়া—এই তিন ক্যাটাগরিতে শুরু থেকেই জেলায় শীর্ষে ভৈরব।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনার জন্য জেলার স্পর্শকাতর উপজেলা হিসেবে বিবেচিত হয়ে আসছে ভৈরব। ১০ এপ্রিল প্রথম সংক্রমণ শনাক্ত হয় এই উপজেলাঢ। আজ দুই দিনের নমুনা পরীক্ষার ফলাফল জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে ২৪ ও ২৬ জুন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ভৈরবে সংক্রমণের মাত্রা কিছুটা কমে আসছে। তবে নমুনা সংগ্রহের হারও কমছে।