শরীয়তপুরে ম্যাজিস্ট্রেট-চিকিৎসকসহ ৩৯ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

শরীয়তপুরে আরও ৩৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট কোভিড–১৯ শনাক্তের সংখ্যা ৫১১ জন। গতকাল সোমবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানায়।

নতুন শনাক্তদের মধ্যে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের একজন সহকারি কমিশনার (ম্যাজিস্ট্রেট), শরীয়তপুর সদর হাসপাতালের একজন চিকিৎসক, গোসাইরহাট থানা ও পুলিশ লাইনসের ৪ পুলিশ সদস্য এবং সোনালী ব্যাংকের ৭ কর্মকর্তা আছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ১৩ এপ্রিল শরীয়তপুরে প্রথম চারজন করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হন। ৩১ মে পর্যন্ত জেলায় কোভিড–১৯ রোগী ছিল ১২৫ জন। এর মধ্যে মারা গেছেন তিনজন। আর সুস্থ হয়েছেন ৫৪ জন। জুন মাসে ৩৮৬ ব্যক্তি সংক্রমিত হয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৫১১ জনে।


শরীয়তপুরের সিভিল সার্জন এসএম আব্দুল্লাহ আল মুরাদ প্রথম আলোকে বলেন, শরীয়তপুরে ব্যাপকহারে ব্যক্তি পর্যায়ে সংক্রমণ শুরু হয়েছে। এখন সেবাখাতের কর্মকর্তা–কর্মচারীরা আক্রান্ত হচ্ছেন। প্রত্যেককেই আরও সতর্ক হয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে।