রাজশাহী জেলায় কোভিড রোগী ছয় দিনে দ্বিগুণ বেড়ে ৬১০

রাজশাহী জেলায় কোভিড-১৯ রোগী ছয় দিনে দ্বিগুণ বেড়ে হয়েছে ৬১০। এর মধ্যে রাজশাহী নগর ‘হটস্পট’ হয়ে দাঁড়িয়েছে। এখানে এই রোগী শনাক্ত হয়েছেন ৩৯৬ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী নগর, জেলাসহ নতুন করে শনাক্ত হয়েছেন ৩৯ জন। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন মোহা. এনামুল হক এ তথ্য জানান।

সিভিল সার্জন দপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রাজশাহী জেলায় প্রথম কোভিড রোগী শনাক্ত হয় গত ১২ এপ্রিল। এই জেলায় প্রথম ৩০০ রোগী শনাক্ত হয় ২৩ জুন ৭১তম দিনে। পরের ৩০০ রোগী শনাক্ত হয় গতকাল সোমবার ৭৭তম দিনে। অর্থাৎ এই জেলায় কোভিড রোগী শনাক্ত দ্বিগুণ হয়েছে মাত্র ৬ দিনে।

সিভিল সার্জন মোহা. এনামুল হক জানান, গতকাল এ জেলায় নতুন করে ৩৯ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী নগরের রয়েছেন ১৫ জন। এঁদের মধ্যে চিকিৎসক ও নার্সও রয়েছেন। নতুন এই ৩৯ রোগী শনাক্ত হওয়ায় রাজশাহী জেলায় মোট রোগীর সংখ্যা হয়েছে ৬১০ জন। আর শুধু রাজশাহী নগরে এই রোগী ৩৯৬ জন।

সিভিল সার্জন আরও জানান, গতকাল পর্যন্ত রাজশাহী জেলায় মারা গেছেন ৮ জন। এর মধ্যে রাজশাহী নগরে মারা গেছেন ৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৮ জন।