দাউদকান্দিতে নমুনা পরীক্ষায় ২০০ টাকা ফি নেওয়া শুরু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তকরণ পরীক্ষার জন্য ফি নেওয়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার প্রথম দিনে ২০০ টাকা ফি দিয়ে ছয়জন ব্যক্তি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন।

আজ সকালে কুমিল্লার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী সরকারি কোষাগারে ২০০ টাকা ফি জমা দিয়ে নিজের নমুনা দেওয়ার মাধ্যম এ কাজের উদ্বোধন করেন। এ সময় আবু সালাম চৌধুরী বলেন, ২০০ টাকা ফি শুরুতে নিতে পারলে সরকারের আয় বৃদ্ধি পেত।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহীনূর আলম বলেন, এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ হাজার ২১৬ জনের নমুনা বিনা মূল্যে সংগ্রহ করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার থেকে ২০০ টাকা ফি জমা নিয়ে নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহকারী আবদুল হালিম বলেন, ২০০ টাকা ফি নিয়ে আজ ছয়জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।