পটুয়াখালীতে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

জ্বর-শ্বাসকষ্ট নিয়ে পটুয়াখালীর দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার সকালে এক ব্যক্তি মারা গেছেন। মৃত্যুর আগেই করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।

মারা যাওয়া ব্যক্তির বয়স ৬৬ বছর। তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। বাড়ি দশমিনার আলীপুরা ইউনিয়নের আলীপুরা গ্রামে।

দশমিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, অবসরপ্রাপ্ত ওই শিক্ষক জ্বর-শ্বাসকষ্ট নিয়ে গত শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। উপসর্গগুলো করোনাভাইরাসের মতো হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। নমুনা দেওয়ার পর তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। সোমবার রাতে হঠাৎ করে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। এ অবস্থায় রাত তিনটার দিকে তাঁকে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল আটটার দিকে তিনি মারা যান।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিকে দাফন করা হয়েছে। সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন এলেই বোঝা যাবে তিনি করোনায় সংক্রমিত ছিলেন কি না।