সাংসদ পাপুলের কাছে ঘুষ নিয়ে বরখাস্ত কুয়েতের কর্মকর্তা

কাজী শহীদ ইসলাম ওরফে পাপুল
কাজী শহীদ ইসলাম ওরফে পাপুল

বাংলাদেশের সাংসদ শহিদ ইসলামের (পাপুল) কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মারজান আল জারাহকে বরখাস্ত করা হয়েছে। কুয়েতের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ আজ মঙ্গলবার ডিক্রি জারির মাধ্যমে তাঁকে বরখাস্ত করেন।

কুয়েতের ইংরেজি দৈনিক আরব টাইমস আজ বিকেলে এ খবর জানায়।
আনাস আল সালেহ গতকাল সোমবার সে দেশের গণমাধ্যমকে বলেছিলেন, সরকার ভিসা বাণিজ্যের মতো ভাইরাস নির্মূলে বদ্ধপরিকর। ওই অপরাধে যারাই অভিযুক্ত হবেন, তাদের সবাইকে একই ফল ভোগ করতে হবে।
তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে কুয়েতের গণমাধ্যম আল কাবাস, আরব টাইমস এবং আল রাইয়ের খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মারজান আর জারাহ বাংলাদেশের সাংসদ শহিদ ইসলামের কাছ থেকে ঘুষ নিয়েছেন। মানব ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে ৬ জুন থেকে কুয়েতে আটক আছেন লক্ষীপুর-২ আসনের স্বতন্ত্র সাংসদ শহিদ ইসলাম।

আরও পড়ুন: