খুলনায় পাথরবোঝাই ট্রাক থেকে ফেনসিডিল জব্দ

খুলনা নগরের রূপসা সেতু এলাকায় পাথরবোঝাই ট্রাক থেকে ৫০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ওই ট্রাকের চালক মো. জাহিদ হাসান (২৫) ও চালকের সহকারী মো. বাবু ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাঠি গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) কানাই লাল সরকার। প্রথম আলোকে তিনি বলেন, ওই ট্রাকের টুলবক্স ও চালকের কেবিন থেকে ৫০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা ট্রাকটি সাতক্ষীরা থেকে হবিগঞ্জ নিয়ে যাচ্ছিলেন। তাঁরা দীর্ঘদিন ধরে খুলনা মহানগর ও আশপাশের এলাকায় ট্রাকে করে পণ্য পরিবহনের আড়ালে মাদকদ্রব্য ফেনসিডিল কেনাবেচা করে আসছেন।

কানাই লাল সরকার জানান, চালক ও তাঁর সহকারীর বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।