আবুধাবি থেকে আজও ফিরলেন ১৫২ বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে ১৫২ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ বুধবার ইউএস-বাংলা এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে তাঁরা দেশে ফেরেন। সকাল ৮টা ৫০ মিনিটে ১৫২ যাত্রী নিয়ে বিশেষ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

ইউএস–বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, করোনার কারণে ফিরে আসা বাংলাদেশিরা আবুধাবিতে আটকে পড়েন। তাঁরা বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে দেশে ফিরেছেন। প্রত্যেক যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন।

কোভিড-১৯–এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিলেন অনেক বাংলাদেশি। বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় আবুধাবি থেকে আজ আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা হয়েছে। একইভাবে গতকাল ১৪০ বাংলাদেশি ইউএস–বাংলার ফ্লাইটে করে দেশে ফিরেছেন।