জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো

জাফরুল্লাহ চৌধুরী
জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তবে শারীরিকভাবে দুর্বল। গতকাল মঙ্গলবার হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। সেই তুলনায় আজ বুধবার তিনি ভালো আছেন।

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তরপ্রধান জাহাঙ্গীর আলম আজ প্রথম আলোকে বলেন, জাফরুল্লাহ চৌধুরী এখন আগের চেয়ে ভালো আছেন। গলায় ব্যথা ছিল, ঘুমের সমস্যা হচ্ছিল। তবে এখন কিছুটা ভালো আছেন। হাসপাতালে বসে লেখালিখি করছেন।

গণস্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয়েছিল, গত সোমবার বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক এ বি এম আবদুল্লাহ জাফরুল্লাহ চৌধুরীকে দেখে গেছেন। প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন এবং জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার অগ্রগতি সম্পর্কে নিয়মিতভাবে জানাতে বলেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এক মাস ধরে জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এখন করোনামুক্ত। তবে শারীরিকভাবে এখনো পুরোপুরি সুস্থ নন। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালের অধ্যাপক মামুন মোস্তাফী ও অধ্যাপক নজীবের তত্ত্বাবধানে রয়েছেন।