তারাকান্দার ইউএনওসহ ময়মনসিংহ বিভাগে আরও ৯১ জনের কোভিড শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌসসহ ময়মনসিংহ বিভাগে আরও ৯১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের প্রতিদিনের নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশের পর এসব তথ্য জানা যায়।

তারাকান্দার ইউএনও জান্নাতুল ফেরদৌস নিজেই প্রথম আলোকে এ খবরটি নিশ্চিত করেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সামান্য গলাব্যথা ছাড়া আপাতত বড় কোনো উপসর্গ নেই। ইউএনও আরও জানান, তাঁর গাড়িচালক মো. কামাল হোসেনও কোভিড পজিটিভ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল থেকে জানা যায়, গতকাল বুধবার ময়মনসিংহ বিভাগে আরও ৯১জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহ সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় শনাক্ত হয়েছেন ৩৬ জন। এ ছাড়া জেলার ত্রিশাল উপজেলায় চারজন, ফুলপুর উপজেলায় চারজন, ঈশ্বরগঞ্জে তিনজন, মুক্তাগাছায় তিনজন, হালুয়াঘাটে তিনজন, ভালুকা ও ফুলবাড়িয়ায় দুজন করে রয়েছেন। এ নিয়ে গতকাল পর্যন্ত ময়মনসিংহ জেলায় এক হাজার ৮৮৯জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ২১ জন।