শেরপুরে কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ২৪৭ জনে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শেরপুরে আরও একজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তিনি ঝিনাইগাতী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৪৭ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯৭ জন। আর মারা গেছেন তিনজন।

গতকাল বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনের বরাত দিয়ে জেলার সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ এসব তথ্য জানান।

জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল শেরপুর জেলার ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজন কোভিড–১৯ রোগী শনাক্ত হয়।

সিভিল সার্জন আনওয়ারুর রউফ বলেন, শেরপুরে করোনাভাইরাসের বিস্তার বাড়ছে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মানলে এর বিস্তার রোধ করা কোনোভাবেই সম্ভব নয়। তাই করোনাভাইরাসের বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলাবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।

গতকাল পর্যন্ত শনাক্তদের মধ্যে শেরপুর সদরে ১০১ জন, নকলায় ৪৭ জন, নালিতাবাড়ীতে ৫৩ জন, ঝিনাইগাতীতে ২৫ জন ও শ্রীবরদী উপজেলায় ২১ জন আছেন। তাদের মধ্যে নয়জন চিকিৎসকসহ ৪৪ জন স্বাস্থ্যকর্মী আর ২৫ জন পুলিশ সদস্য আছেন।