করোনায় সংক্রমিত হয়ে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় করোনায় সংক্রমিত হয়ে লক্ষ্মণ পোদ্দার (৫২) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লক্ষ্মণ পোদ্দার শ্রীনগর বাজারে স্বর্ণের ব্যবসা করতের। তিনি উপজেলার পোদ্দার পাড়ার শ্যাম পোদ্দারের ছেলে।

নিহতের এক স্বজন জানান, জুনের মাঝামাঝি সময়ে লক্ষ্মণ পোদ্দার জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। গত ২১ জুন করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। ২৩ জুন করোনার রিপোর্ট পজিটিভ আসে। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। ২৫ জুন শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার তিনি মারা যান। লক্ষ্মণ পোদ্দারের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

উল্লেখ্য, শ্রীনগর উপজেলায় লক্ষ্মণ পোদ্দারসহ করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়াল চারজনে। আজ পর্যন্ত নতুন ৬ জনসহ এ উপজেলায় করোনায় সংক্রমিতের সংখ্যা ১৯৪।