বগুড়ায় করোনায় সংক্রমিত এক নারীর মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

বগুড়ায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তিনি মারা যান।

ওই নারীর নাম আইনুন নাহার। তাঁর বয়স ৫৪ বছর। তিনি বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার বাসিন্দা।

মোহাম্মদ আলী হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হওয়ার পর ওই নারী ১ জুলাই এ হাসপাতাল ভর্তি হন। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থার অবনতি ঘটলে গতকাল বৃহস্পতিবার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান।

লাশ আপাতত হাসপাতালে রয়েছে। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় লাশ দাফনের প্রক্রিয়া চলছিল।