মাগুরায় করোনায় সংক্রমিত এক ব্যক্তির মৃত্যু

করোনাভাইরাস
করোনাভাইরাস

মাগুরায় করোনাবাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৫৩)। তাঁর বাড়ি শ্রীপুর উপজেলার চর মহেষপুর গ্রামে। তাঁকে নিয়ে জেলায় করোনায় মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল চারজন।

সিভিল সার্জন কার্যালয় ও পারিবারিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, বহুমূত্রসহ বেশ কিছু জটিলতায় ভুগছিলেন আবুল কালাম আজাদ। গত সপ্তাহে তাঁর ছোট ভাইয়ের করোনা শনাক্ত হয়। এমন পরিস্থিতিতে বুধবার আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রীর নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাগুরা সদর হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর স্বাস্থ্য বিভাগ ওই ব্যক্তির করোনা পরীক্ষার প্রতিবেদন হাতে পায়। এতে দেখা যায়, তিনি করোনা ‘পজিটিভ’ ছিলেন।

মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ওই মৃত ব্যক্তিসহ শুক্রবার জেলায় নতুন করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬ জনই মাগুরা পৌর এলাকার বাসিন্দা। অন্যরা সদর উপজেলা ও মহম্মদপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৬৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫২ জন।