সাতক্ষীরায় নার্সসহ ১৪জন করোনায় সংক্রমিত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

পরপর তিন দিন আসা নমুনা পরীক্ষার প্রতিবেদনে সাতক্ষীরার কেউ করোনাভাইরাস (কোভিড-১৯) ‘পজিটিভ’ হননি। এরপর শুক্রবার এক দিনেই জেলায় একজন নার্সসহ ১৪ জন করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন।

নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ ও ছয়জন নারী। এ নিয়ে জেলায় মোট ১৯১জন করোনা ‘পজিটিভ; হিসেবে শনাক্ত হলেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৯৪জন। মারা গেছেন চারজন।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, গত তিন দিন সাতক্ষীরায় কোনো করোনা ‘পজিটিভ’ ব্যক্তি পাওয়া যায়নি। শুক্রবার একজন নার্সসহ ১৪ জনের করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে সাতক্ষীরা সদরের ১০জন, তালা উপজেলার উপজেলার তিনজন ও দেবহাটা উপজেলার একজন রয়েছেন। নতুন শনাক্ত হওয়া সবাই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের বাড়ি লাল পতাকা টাঙিয়ে লকডাউন করার প্রক্রিয়া চলছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে এ পর্যন্ত দুই হাজার ৩৪২জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৫৮৪ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন ইতিমধ্যে তাদের হাতে এসেছে।