সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে সাবেক স্বামীর ছুরিকাঘাতে আজ শুক্রবার সকালে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। তবে বিচ্ছেদের এক মাসের মাথায় কেন এই হত্যাকাণ্ড, তা জানা যায়নি।

নিহত ঝর্ণা আক্তারের (২৫) গ্রামের বাড়ি বরিশালের মুলাদীতে। আর অভিযুক্ত সোহাগের বাড়ি মাদারীপুরের শিবচরে। তিনি শাক-সবজি বিক্রি করেন। বিবাহ বিচ্ছেদের পর ঝর্ণা দুই কন্যা সন্তানকে নিয়ে রায়েরবাজারের মেকআপ খান রোডের একটি বাড়িতে তার মায়ের সঙ্গে থাকতেন। একই রোডের আরেকটি বাড়িতে নিজের বাবা-মায়ের সঙ্গে থাকতেন সোহাগ। ঝর্ণার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা আছে।

মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে পাঁচটা-ছয়টার দিকে সোহাগ ঝর্নার বাসায় যান। এ সময় ঝর্ণা বাথরুমে ছিলেন। তিনি বের হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে শিল দিয়ে তার মাথায় আঘাত করেন সোহাগ। এরপর তার বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করেন। বাসার অন্যরা এগিয়ে আসার আগেই তিনি পালিয়ে যান।

ওসি জানান, এ ঘটনায় তার অভিযুক্ত সোহাগের বিরুদ্ধে বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।