বরিশাল বিভাগে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ১৪২ জনের

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

বরিশাল বিভাগের ছয় জেলায় গতকাল শুক্রবার রাতে ২৪ ঘণ্টায় নতুন করে ১৪২ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এটি বিভাগে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।


এর আগে ১৪ জুন এই বিভাগে সর্বোচ্চ ১৩৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল। নতুন আক্রান্ত ১৪২ জন নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ১৯৮ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা যাওয়া দুজনের প্রতিবেদনের ফলাফল পজেটিভ এসেছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৮ জন।


বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।


সম্প্রতি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া বরিশালের বাবুগঞ্জ উপজেলার আবুল কালাম আজদ (৫৭) ও পটুয়াখালী সদরের সেলিনা বেগমের (৫৭) নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজেটিভ আসে। ফলে এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে ৬৮ জনে পৌঁছায়।

স্বাস্থ্য বিভাগ জানায়, শনাক্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল জেলায় সবচেয়ে বেশি। এ জেলায় মোট শনাক্ত এক হাজার ৬৬৩ জন। এর মধ্যে ১ হাজার ২২৪ জনই বরিশাল নগরের বাসিন্দা। এ ছাড়া পটুয়াখালীতে ৪৭১ জন, ভোলায় ৩১৯ জন, পিরোজপুরে ২২৬ জন, বরগুনায় ২৭৮ জন ও ঝালকাঠিতে ২৪১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আর মারা যাওয়া ৬৮ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ২৫ জন, পটুয়াখালীতে ২২ জন, ঝালকাঠিতে আটজন, পিরোজপুরে পাঁচজন, ভোলায় চারজন ও বরগুনায় চারজন রয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বরিশাল বিভাগে জুনে সংক্রমণ পরিস্থিতির বেশ অবনতি হয়। জুলাইতে পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এখন এটাকে নিয়ন্ত্রণ করতে হলে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং ব্যক্তিগত সচেতনতার বিকল্প নেই।