গাজীপুরে আরও ৪২ জনের করোনা শনাক্ত

গাজীপুরে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হিসেবে ৪২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা ‘পজিটিভ’ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬০০। আর করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৪৫ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গাজীপুরে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ১০৭ জনের। এর মধ্যে করোনা ‘পজিটিভ’ হিসেবে প্রতিবেদন এসেছে ৩ হাজার ৬০০ জনের। নতুন ৪২ জনের মধ্যে রয়েছেন কালিয়াকৈর উপজেলায় ৭ জন, কালীগঞ্জে ৫, কাপাসিয়ায় ৬, শ্রীপুরে ৬ এবং গাজীপুর সদর ও সিটি করপোরেশন এলাকায় ১৮ জন।

গাজীপুরে প্রথম করোনা শনাক্ত হয় গত ১৬ মার্চ এক ইতালিফেরত ব্যক্তির শরীরে। ইতালি থেকে ১৪ মার্চ দেশে ফিরে তিনি গাজীপুরের পুবাইলে মেঘডুবি মা ও শিশুকেন্দ্রে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ছিলেন। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪৫ জন। জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসমুক্ত হয়ে ১ হাজার ২৫ জন স্বাভাবিক জীবনে ফিরেছেন।

গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, জেলায় করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত রয়েছে। করোনা মোকাবিলায় সবাইকে আরও সতর্ক হতে হবে।