টাঙ্গাইলে কোভিডে আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়াল

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা, ব্যাংক কর্মকর্তা, পুলিশ কর্মকর্তাসহ নতুন করে ৩৩ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯–এ মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩৩। আজ শনিবার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

গত ৮ এপ্রিল জেলায় প্রথম কোভিড–১৯–এ আক্রান্ত রোগী শনাক্ত হন। এরপর ৩০ জুন আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছাড়িয়ে যায় ৬০০। চলতি জুলাই মাসের গত চার দিনে ১১২ জন নতুন করে আক্রান্ত হন।

নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মির্জাপুর থানার একজন উপসহকারী পরিদর্শক ও তাঁর স্ত্রী, সখীপুরের ব্যাংক কর্মকর্তা এবং ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের এক নেতা ও তাঁর স্ত্রী–সন্তান রয়েছেন।

উপজেলা পর্যায়ে আক্রান্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে মির্জাপুর উপজেলা। এ উপজেলার ২৪৩ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া সদর উপজেলায় ১৫০ জন, নাগরপুরে ৩৮ জন, দেলদুয়ারে ৪৩ জন, সখীপুরে ২৭ জন, বাসাইলে ১৪ জন, কালিহাতীতে ৪২ জন, ঘাটাইলে ২৮ জন, মধুপুরে ৪১ জন, ভূঞাপুরে ৩৭ জন, গোপালপুরে ৩৬ জন ও ধনবাড়ীতে ৩১ জন রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩১৮ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১৩ জন।