খুলনা বিভাগে ১৯ দিনের মধ্যে আজ সর্বনিম্ন করোনা শনাক্ত

গত ১৯ দিনের মধ্যে আজ রোববার খুলনা বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে কম শনাক্ত হয়েছে। গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টার হিসাবে খুলনা বিভাগে নতুন করে ১০২ জন কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন। বিভাগের ১০ জেলার ৭ জেলাতেই এই সময়ে কোনো রোগী শনাক্ত হয়নি।

এর আগে গত ১৬ জুন ৯৩ জন শনাক্ত হয়েছিলেন। এর পরদিন এই সংখ্যা ছিল ১০৫ জন। এরপর শুধু বেড়েছেই। এক দিনে শনাক্ত ২০০–৩০০–এর বেশিও হয়েছে।
নতুন শনাক্ত নিয়ে বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৪২ জন। গত ২৪ ঘণ্টায় যশোরে দুজন ও খুলনায় তিনজন মারা গেছেন। মোট মৃত্যু হয়েছে ৯১ জনের।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় গত ১৯ মার্চ। পরবর্তী ৭৩ দিনে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০০। ৯০তম দিন, ১৬ জুন রোগীর সংখ্যা দেড় হাজার ছাড়ায়। ৩ জুলাই ১০৭তম দিনে রোগীর সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়ায়।
বিভাগে নতুন সংক্রমিত ১০২ জনের মধ্যে খুলনা জেলায় ৭১ জন, ঝিনাইদহ ১৩ ও নড়াইলে ১৮ জন রোগী শনাক্ত হয়েছে। যশোর, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বাগেরহাট ও সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়নি।