মির্জাপুরে পুলিশসহ ১৫ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

টাঙ্গাইলের মির্জাপুরে দুই পুলিশ সদস্যসহ আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুর উপজেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা ২৬৪ জন।

আক্রান্ত দুই পুলিশ সদস্যরা হলেন মির্জাপুরের মহেড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিসি) ২৪ ও ২৯ বছর বয়সী দুই কনস্টেবল। এ ছাড়া এখানকার এক সহকারি বাবুর্চি (৩০) আছে।

পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার রাজীবুল হক বলেন, আক্রান্ত সবাই নিজের বাসায় থেকে চিকিৎসা নেওয়ার কথা জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ থাকায় সংগৃহীত নমুনা ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়। এতে ১৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।
মির্জাপুরে সব মিলিয়ে ২৬৪ জন কোভিড–১৯ রোগীর মধ্যে পাঁচজন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৬৪ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম বলেন, রোগীর বাড়ি ও আশপাশের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।