রাউজানে ২৮ জনের পরীক্ষায় ১৪ জনের কোভিড শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

চট্টগ্রামের রাউজানে এবার ২৮ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৯। গতকাল রোববার রাতে নমুনা পরীক্ষার এ তথ্য পায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৪ জুলাই উপসর্গ আছে রাউজানের এমন ২৮ জন বাসিন্দার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মোট ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

আজ সোমবার দুপুরে এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর আলম দীন। তিনি বলেন, এ উপজেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। মোট আক্রান্তের সংখ্যা ২৪৯। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭০ থেকে ৮০ জন। একজন মারা গেছেন। এ ছাড়া কোভিডের উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ২৫ জন।