নীলফামারী পৌর মেয়রসহ ৫ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদসহ ৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা ৪১২ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৯৭ জন। মারা গেছেন ৮ জন।

জেলার সিভিল সার্জন রণজিত কুমার বর্মন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গতকাল রোববার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে দুজনের, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে দুজনের এবং টাঙ্গাইল থেকে একজনের করোনাভাইরাস পজেটিভ প্রতিবেদন আসে।

নতুন করে করোনা পজেটিভ ৫ জনের মধ্যে জেলা সদরের ৪ জন এবং সৈয়দপুর উপজেলার একজন আছেন। জেলা সদরের চারজনের মধ্যে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ এবং তাঁর গাড়িচালকের করোনা পজেটিভ এসেছে।