কুমিল্লায় কোভিড ও উপসর্গ নিয়ে আইসিইউতে পাঁচজনের মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আজ মঙ্গলবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। এর মধ্যে দুজন করোনা পজিটিভ হয়ে এবং তিনজন করোনার উপসর্গ নিয়ে মারা যান। মৃত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। তাঁদের সবার বাড়ি কুমিল্লা সিটি করপোরেশন ও আদর্শ সদর উপজেলায়।

হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মুজিবুর রহমান সকালে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা পজিটিভ ব্যক্তিদের মধ্যে গতকাল সোমবার বেলা একটায় মারা যান কুমিল্লা নগরের পশ্চিম বাগিচাগাঁও এলাকার ৫০ বছরের এক পুরুষ এবং রাত আটটায় মারা যান কুমিল্লা নগরের উনাইসার এলাকার ৩৬ বছরের এক নারী। কোভিডের উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল বেলা ১১টা ৩৫ মিনিটে মারা যান আদর্শ সদর উপজেলার ৭৩ বছরের এক বৃদ্ধ, রাত ১১টা ৩৫ মিনিটে মারা যান কুমিল্লা শহরের ৬৫ বছরের এক পুরুষ এবং আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকার ৫৭ বছরের এক নারী রাত সাড়ে আটটায় মারা গেছেন।

হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মুজিবুর রহমান বলেন, বর্তমানে এই হাসপাতালে ১২৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে ১০ জন, করোনা ওয়ার্ডে ৬৭ জন ও আইসোলেশন ওয়ার্ডে ৪৬ জন।