সোনাগাজীতে চিকিৎসক দম্পতি কোভিডে আক্রান্ত

ফেনীর সোনাগাজী উপজেলায় চিকিৎসক দম্পতিসহ পাঁচজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট ১০ জনের নমুনা পরীক্ষায় ওই পাঁচজন শনাক্ত হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ আজ বুধবার দুপুরে প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

এ নিয়ে উপজেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৩। সুস্থ হয়েছেন ১১৮ জন। মারা গেছেন আটজন।

নতুন শনাক্ত পাঁচজনের মধ্যে রয়েছেন উপজেলার পৌরসভা এলাকার বাসিন্দা চিকিৎসক দম্পতি বেলাল হোসেন ও তাসলিমা বেগম। বেলাল হোসেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক। তাসলিমা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। বেলাল হোসেন অসুস্থ বোধ করলে ঢাকা থেকে নিজ বাড়ি পৌরসভায় চলে আসেন। ৫ জুলাই তাঁরা নমুনা দেন।

এ ছাড়া উপজেলার চরচান্দিয়া ও মঙ্গলকান্দি ইউনিয়নের দুই কলেজছাত্র শনাক্ত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ জানান, এ পর্যন্ত উপজেলায় ৫৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫৬২ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।

গত ২০ এপ্রিল উপজেলায় পৌরসভার উত্তর চরচান্দিয়া এলাকায় প্রথম এক ব্যক্তির (৩৫) করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি পৌরশহরের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন। তিনি ফেনী ট্রমা সেন্টার থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।