রাজশাহীতে আরও ৭৭ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু নগরেই শনাক্ত হয়েছেন ৬২ জন। এ নিয়ে রাজশাহীতে কোভিড–১৯ আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১৫ জনে। নুতন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক, পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্য রয়েছেন।
আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন মোহা. এনামুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার রাতে রাজশাহীর দুই ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ৭৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী নগরের রয়েছেন ৬২ জন। এ নিয়ে রাজশাহী নগরে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৫ জনে। আর জেলায় এ সংখ্যা ১ হাজার ৪১৫ জন। মোট সুস্থ হয়েছেন ২৬০ জন। মারা গেছেন ১৩ জন।