সাতক্ষীরায় আরও ৩১ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাতক্ষীরা জেলায় নতুন করে তিনজন স্বাস্থ্যকর্মীসহ আরও ৩১ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩২৬। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার ১১ জন, তালায় সাত, দেবহাটায় চার, শ্যামনগরে দুই, কলারোয়ায় তিন ও কালীগঞ্জ উপজেলায় চারজন রয়েছেন। এর মধ্যে ২৫ জন পুরুষ ও ৬ জন নারী।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, করোনা পরীক্ষার জন্য জেলার বিভিন্ন উপজেলা থেকে এখন পর্যন্ত ২ হাজার ৬৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ১ হাজার ৮৪৯ জনের। বর্তমানে জেলায় কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩২৬। এর মধ্যে মারা গেছেন পাঁচজন। আর সুস্থ হয়েছেন ১১৯ জন।