মৌলভীবাজারে আরও ২৩ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মৌলভীবাজারে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬৮০। গতকাল রোববার রাতে পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে শনাক্তের এ সংখ্যার কথা জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এ পর্যন্ত করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন ৩৭৭ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, সর্বশেষ শনাক্তের মধ্যে মৌলভীবাজার সদরে ২ জন, কুলাউড়ায় ৪ জন, কমলগঞ্জে ১ জন, শ্রীমঙ্গলে ৩ জন, জুড়ীতে ১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি থাকা ১২ জন। জেলায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন আটজন। গত ৪ এপ্রিল প্রথম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় গ্রামীণ বাজারের এক ব্যবসায়ী এ রোগের উপসর্গ নিয়ে মারা যান। পরে তাঁর নমুনা পরীক্ষার ফলাফলে করোনাভাইরাস পজিটিভ আসে।