ঝালকাঠিতে করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

ঝালকাঠির নলছিটি উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ জ্বর, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগ তাঁদের নমুনা সংগ্রহ করেছে।

মারা যাওয়া দুজন হলেন উপজেলার খোঁজাখালী গ্রামের পল্লিচিকিৎসক জয়নাল আবেদীন (৬০) ও কপালবেড়া গ্রামের সৈলাবুনিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল লতিফ সিকদার (৭০)।
নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান জানান, পাঁচ দিন ধরে জ্বর, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে নলছিটি শহরতলীর খোঁজাখালী গ্রামের বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছিলেন পল্লিচিকিৎসক জয়নাল আবেদীন। গতকাল সন্ধ্যায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে বাড়িতেই মারা যান।
একই উপসর্গ নিয়ে গত ৫ জুলাই বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ওয়ার্ডে ভর্তি হন আবদুল লতিফ সিকদার। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত ব্যক্তিদের শাবাব ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন জানাজা ও দাফনের ব্যবস্থা করেছে।
ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) আবুয়াল হাসান জানিয়েছেন, ঝালকাঠিতে আজ সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে দুই পুলিশ সদস্যসহ ছয়জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।