মুন্সিগঞ্জে করোনায় দুজনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৭

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

মুন্সিগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪৫০ এবং মৃতের সংখ্যা বেড়ে হলো ৫৮। সোমবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জান কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, কোভিডে মারা যাওয়া দুজনের মধ্যে একজনের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায় এবং অপরজনের বাড়ি সিরাজদিখান উপজেলায়। আর নতুন সংক্রমিত ৪৭ জনের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ৮ জন, টঙ্গীবাড়ীর ৬, সিরাজদিখানের ১১, লৌহজংয়ের ১২, শ্রীনগরের ৬ ও গজারিয়া উপজেলার ৪ জন রয়েছেন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানান, জেলায় এখন পর্যন্ত করোনায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ রোধে জনসচেতনতা আরও বাড়ানো প্রয়োজন। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পারলে সংক্রমণ রোধ করা সম্ভব।