কুষ্টিয়ায় এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

কুষ্টিয়ায় কোভিড–১৯–এ আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল। সব শেষ নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ৪৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাতে সিভিল সার্জন কার্যালয় এ তথ্যের সত্যতা নিশ্চিত করে।

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত রোববার জেলার ১২৮টি নমুনা পাঠানো হয়। পরীক্ষার পর ৪৫ জনের পজিটিভ পাওয়া যায়। সব মিলিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ১৯ জনের।

আজ মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ৩২ জন, ভেড়ামারায় ২ জন, দৌলতপুরে ৬ জন এবং কুমারখালী উপজেলায় ৫ জন রয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৫২৯ জন। মারা গেছেন ১৯ জন।

পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, পুলিশের গোয়েন্দা বিশ্লেষণে দেখা গেছে, কুষ্টিয়ায় সমাজে সংক্রমণ বেশ জোরালভাবে শুরু হয়েছে। তাই বাসিন্দাদের সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বিনা প্রয়োজনে ঘরের বাইরে লোকজনকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন।