কুমিল্লা কোভিড হাসপাতালে উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছেন এক যুবক। হাসপাতালের পরিচালক চিকিত্সক মো. মুজিবুর রহমান সকালে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

এ নিয়ে কুমিল্লায় কোভিড-১৯ হাসপাতাল চালুর ৪৫ দিনে মারা গেছেন ২২৪ জন। প্রতিদিন গড়ে মারা গেছেন প্রায় ৫ জন করে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে হাসপাতালের আইসিইউতে মারা যান কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৩৫ বছরের এক যুবক। ওই যুবক গত সোমবার সকাল ৭টা ২০ মিনিটে কোভিড-১৯ হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন।

হাসপাতালের সহকারী সার্জন মো. মোয়াজ্জেম হোসেন বলেন, বর্তমানে এই হাসপাতালে ১২৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে করোনা রোগী ৫৫ জন (পুরুষ ৩২ ও নারী ২৩ জন)। এ দিন আইসিইউতেও রোগী বেড়েছে। আইসিইউতে ১৫ জন ভর্তি আছেন। এর মধ্যে ১৩ জন পুরুষ ও ২ নারী।