বগুড়ায় কোভিডে পরিবহন ব্যবসায়ীর মৃত্যু

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

বগুড়ায় কোভিড-১৯–এ (করোনাভাইরাস) আক্রান্ত হয়ে এক পরিবহন ব্যবসায়ী মারা গেছেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আজ বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই ব্যবসায়ীর নাম ফিরোজ হোসেন (৫২)। তাঁর বাসা বগুড়া শহরের কামারগাড়ি এলাকায়।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, কোভিড পজিটিভ শনাক্ত ওই রোগী ৬ জুলাই মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। আজ বেলা সোয়া একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি স্বেচ্ছাসেবক দল স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ হাসপাতাল চত্বরে জানাজা শেষে নামাজগড় কবরস্থানে দাফনের ব্যবস্থা করেছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, জেলায় গতকাল বুধবার পর্যন্ত কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯২৩ জন। কোভিডে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৩ জনের।