ফরিদপুরে পদ্মার পানি বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার ওপরে

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। পদ্মা নদীর পানি বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

শহরের ভাজনডাঙ্গা এলাকায় পদ্মা নদীর পাড় ভেঙে ফরিদপুর পৌরসভার আড়াই সহস্রাধিক পরিবার প্লাবিত হয়েছে। এ ছাড়া ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পানি বিভিন্ন গ্রামে প্রবেশ করছে। ওই সড়কের গদাধরডাঙ্গী এলাকায় অন্তত ৫০ মিটারব্যাপী দীর্ঘ ফাটল দেখা দিয়েছে। যেকোনো মুহূর্তে ফাটলের ওই অংশ ধসে যেতে পারে।

ফরিদপুর শহরের ভাজনডাঙ্গা এলাকায় রাতারাতি পানি ঢুকে ঘরবাড়ি প্লাবিত হওয়ায় লোকজনকে উদ্‌ভ্রান্তের মতো প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ছোটাছুটি করতে দেখা গেছে। ওই লোকদের সাহায্য করার জন্য সরকারি কিংবা বেসরকারি পর্যায়ের কাউকে দেখা যায়নি।

ফরিদপুরে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। আজ ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের দুর্গত এক হাজার পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ফরিদপুরে পদ্মা নদীতে পানি বৃদ্ধির এ ধারা আগামী তিন-চার দিন অব্যাহত থাকবে।