নির্বাচিত সরকার ছাড়া সঠিক পদক্ষেপ অসম্ভব: গণফোরাম

গণফোরাম
গণফোরাম

দেশের বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে গণফোরাম বলেছে, বাংলাদেশের কোনো সরকারই বন্যা নিয়ন্ত্রণ ও নদীশাসনে যথাযথ উদ্যোগ গ্রহণ করেনি। দলটি বলে, নির্বাচিত সরকার ছাড়া সঠিক পদক্ষেপ গ্রহণ করা অসম্ভব।

আজ শনিবার গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোশতাক আহমেদের পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতি দেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া।

বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বন্যায় মানুষ সীমাহীন দুর্দশার মধ্যে পড়েছে। কোনো কোনো অঞ্চলে কয়েক দফায় বন্যা হয়েছে। মানুষের ঘরবাড়ি, জমিজমা, নদী, স্কুল ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। ফসল তলিয়ে যাওয়ায় কৃষক সর্বস্বান্ত। করোনা মহামারির মধ্যে এই বন্যায় মানুষ চরম অসহায়।

বন্যাদুর্গত মানুষের জন্য সরকারের প্রতি আশ্রয় ও ত্রাণের দাবি জানিয়ে গণফোরাম নেতারা বলেন, ‘আমাদের দেশে বন্যা নিয়ন্ত্রণ ও নদীশাসনে কোনো সরকারই যথাযথ উদ্যোগ গ্রহণ করেনি। এ ক্ষেত্রে মানুষের দুর্দশা ও দেশের সম্পদ, জমিজমা, ফসল ও পশুপাখি রক্ষার্থে প্রয়োজন গণমুখী পরিকল্পনা ও পদক্ষেপ, সঠিক নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া যা অসম্ভব।’