করোনা রোগীদের পাশে ফারাজ ফাউন্ডেশন

করোনা রোগীদের ব্যবহারের জন্য মোহাম্মদ আলী হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করে ফারাজ হোসেন ফাউন্ডেশন। গত শনিবার দুপুরে বগুড়া সদরে।  ছবি: প্রথম আলো
করোনা রোগীদের ব্যবহারের জন্য মোহাম্মদ আলী হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করে ফারাজ হোসেন ফাউন্ডেশন। গত শনিবার দুপুরে বগুড়া সদরে। ছবি: প্রথম আলো

বগুড়ার করোনা চিকিৎসার জন্য নির্ধারিত মোহাম্মদ আলী হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর যন্ত্র দিয়েছে ফারাজ হোসেন ফাউন্ডেশন। হাসপাতালটির আইসোলেশন ইউনিট ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) করোনা রোগীদের শ্বাসকষ্ট প্রশমনে ওই যন্ত্র ব্যবহার করা হবে।

গতকাল রোববার বিকেলে মোহাম্মদ আলী হাসপাতাল প্রশাসনের কাছে জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান ওজেলসর তৈরি অক্সিজেন কনসেনট্রেটর যন্ত্রটি ফারাজ হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে হস্তান্তর করা হয়। যন্ত্রটি হস্তান্তর করেন ওষুধ কোম্পানি এসকেএফের বগুড়া অঞ্চলের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার মো. মনিরুজ্জামান এবং সিনিয়র এরিয়া ম্যানেজার রুহুল আমিন। অন্যদিকে যন্ত্রটি গ্রহণ করেন মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ টি এম নুরুজ্জামান এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিক আমিন কাজল।

আরএমও শফিক আমিন বলেন, ‘বগুড়ার কোভিড ডেডিকেটেড এই হাসপাতালে এ পর্যন্ত ৬ শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এখনো হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ৫৮ জন রোগী। হাসপাতালের আইসিইউতে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা থাকলেও অনেক সময় সরকারি সিলিন্ডার রিফিল করতে পাঠাতে হয়। এতে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়। অক্সিজেন কনসেনট্রেটর যন্ত্রটি দিয়ে আইসিইউ ছাড়াও হাসপাতালের আইসোলেশনে থাকা যেকোনো রোগীকে অক্সিজেন সরবরাহ করা সম্ভব।’