তিস্তার পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার নিচে

নীলফামারী জেলায় আজ সোমবার বিকেলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল রোববার বিকেলে ছিল বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচে।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রমতে, লালমনিরহাটের দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি আজ সকাল ৬টায় ৩০ সেন্টিমিটার, সকাল ৯টায় ৩০ সেন্টিমিটার, দুপুর ১২টায় ২৮ সেন্টিমিটার ও বেলা ৩টায় ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এই পয়েন্টে তিস্তা নদীর বিপৎসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। বেলা ৩টায় সেখানে ৫২ দশমিক ৩৮ সেন্টিমিটার দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছিল।

এর আগে ২১ জুলাই তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ২২ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

তিস্তায় পানি বৃদ্ধি পেয়ে ডিমলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী ও গয়াবাড়ি ইউনিয়নের তিস্তা নদীবেষ্টিত ১৫টি চরাঞ্চল গ্রামের প্রায় ২০ হাজার মানুষ তৃতীয় দফায় পানিবন্দী হয়ে পড়ে।