অগ্নিদগ্ধ চিকিৎসক রাজীব মারা গেছেন

২২ জুলাই নিজ বাসায় অগ্নিদগ্ধ হন রাজীব ভট্টাচার্য ও তাঁর স্ত্রী অনুসূয়া ভট্টাচার্য। ছবি: সংগৃহীত
২২ জুলাই নিজ বাসায় অগ্নিদগ্ধ হন রাজীব ভট্টাচার্য ও তাঁর স্ত্রী অনুসূয়া ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরপুলে নিজ বাসায় অগ্নিদগ্ধ চিকিৎসক রাজীব ভট্টাচার্য মারা গেছেন।

আজ মঙ্গলবার সকাল আটটায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাজীবের মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এই তথ্য জানান।

২২ জুলাই নিজ বাসায় অগ্নিদগ্ধ হন রাজীব ভট্টাচার্য (৩৭) ও তাঁর স্ত্রী অনুসূয়া ভট্টাচার্য (৩২)। এদিন ভোরে তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

রাজীবের শরীরের ৮৭ শতাংশ এবং তাঁর স্ত্রী অনুসূয়ার ২০ শতাংশ দগ্ধ হয় বলে জানান আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল।

রাজীবের অবস্থা সংকটাপন্ন ছিল। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

স্বজনদের ভাষ্য, রাজীব এক বোতল থেকে আরেক বোতলে স্যানিটাইজার ঢালতে গেলে খানিকটা নিচে পড়ে যায়। পরে সিগারেট বা মশার কয়েলের আগুন থেকে তাঁর শরীরে আগুন ধরে যায়। স্ত্রী তাঁকে বাঁচাতে গেলে তিনিও দগ্ধ হন।

রাজীব-অনুসূয়া দম্পতির সাত বছরের এক মেয়ে আছে।

রাজীব ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ছিলেন। অনুসূয়া রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবে কাজ করছেন।