ধামরাইয়ে ডাকাতের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে ডাকাতের ছুরিকাঘাতে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের কালিয়া সেতুর কাছে এ ঘটনা ঘটে।

নিহত মাছ ব্যবসায়ীর নাম কালিপদ রাজবংশী (৫৩)। তাঁর বাড়ি ঢাকার আশুলিয়ার ঘুঘুদিয়া গ্রামে।

ধামরাই থানার পুলিশ জানায়, আজ ভোররাত চারটার দিকে আশুলিয়ার নবীনগর থেকে কয়েকজন মাছ ব্যবসায়ী একটি পিকআপ ভ্যানে করে মাছ কেনার জন্য মানিকগঞ্জ যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের কেলিয়া সেতুর কাছে পৌঁছালে ডাকাতেরা একটি বাস দিয়ে তাঁদের বহনকারী গাড়িটির গতি রোধ করে। এরপর ডাকাতেরা বাস থেকে নেমে মাছ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা লুটে নেয়। এ সময় কালিপদ রাজবংশী বাধা দিলে ডাকাতেরা তাঁর বুকে ও পেটে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে কালিপদ রাজবংশী মারা যান।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতি শেষে ডাকাতেরা দ্রুত সটকে পড়ে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।