কেওড়াবাগানে কাদার নিচে ইয়াবার বস্তা

উদ্ধার করা ইয়াবার চালান। ছবি: সংগৃহীত
উদ্ধার করা ইয়াবার চালান। ছবি: সংগৃহীত

টেকনাফে কেওড়াবাগানে কাদামাটির নিচ থেকে ১ লাখ ৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নোয়াপাড়াসংলগ্ন এলাকা থেকে এ ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন।

ফয়সাল হাসান বলেন, রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান হ্নীলার নোয়াপাড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাচার হতে পারে এমন তথ্য পায় বিজিবি। সেই সূত্র ধরে বিজিবির একটি টহল দল ওই এলাকায় টহল জোরদার করে। এরই মধ্যে দুজন ব্যক্তি মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে ঢুকে কেওড়াবাগানের জঙ্গলের কাদায় ইয়াবার বস্তা লুকিয়ে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে বস্তাটি পান। এতে ১ লাখ ৩০ হাজার ইয়াবা পাওয়া গেছে। তবে কাউকে আটক করা যায়নি।