পঞ্চগড়ের জেলা প্রশাসকসহ নতুন করে ১৪ জনের করোনা শনাক্ত

পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন
পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন

পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন (৪৮) করোনা (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হয়েছেন। তিনিসহ জেলায় আজ মঙ্গলবার নতুন করে ১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজ রাতে পঞ্চগড়ের সিভিল সার্জন মো. ফজলুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৩০২।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ের একজন কর্মচারীর করোনা শনাক্ত হওয়ায় গতকাল সোমবার জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ সন্ধ্যায় তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এ ছাড়া গত রোববার জেলার ৫ উপজেলা থেকে সংগ্রহ করা ৩৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্টও আজ এসেছে। তাঁদের মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সদর উপজেলায় চারজন, আটোয়ারী উপজেলায় তিনজন, বোদা উপজেলায় দুজন ও দেবীগঞ্জ উপজেলায় চারজন রয়েছেন।

সিভিল সার্জন মো. ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, করোনা শনাক্ত হওয়ার পর জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন তাঁর বাসভবনেই চিকিৎসাধীন আছেন। করোনা পজিটিভ শনাক্ত হলেও তাঁর শরীরে তেমন কোনো উপসর্গ নেই।

এদিকে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন মুঠোফোনে তাঁর করোনা পজিটিভ শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সবার দোয়া কামনা করেন।