আমনের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় আমন ধানের চারা রোপণের সময় বজ্রপাতে জহিরুল ইসলাম (৪৬) নামের এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তোড়িয়া ইউনিয়নের বড় ধরমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের প্রধান পাড়া এলাকায়। তিনি প্রায় ২৫ বছর ধরে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের বড় ধরমপাড়া এলাকায় শ্বশুরবাড়ির কাছাকাছি বাড়ি করে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে কৃষিশ্রমিক জহিরুল তাঁর বাড়ি থেকে একটু দূরে দিনমজুর হিসেবে অন্যের খেতে আমনের চারা রোপণ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় লোকজন তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

আটোয়ারী উপজেলার বারঘাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) হরেন্দ্র নাথ বর্মন বজ্রপাতে ওই কৃষিশ্রমিকের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন।