কুমিল্লা কোভিড হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আজ রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও পাঁচজন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন দুজন। কোভিডের উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি নিয়ে মারা গেছেন তিনজন। হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

এ নিয়ে করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লায় কোভিড-১৯ হাসপাতালে ৫২ দিনে মারা গেছেন ২৬৬ জন। দৈনিক গড়ে মারা গেছেন পাঁচজনের বেশি লোক। গত ৩ জুন হাসপাতালটি চালু হয়। ৪ জুন থেকে হাসপাতাল কর্তৃপক্ষ মারা যাওয়ার তথ্য প্রকাশ করে আসছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আজ সকাল সাতটা ২৫ মিনিটে মারা গেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৫৫ বছরের এক নারী। ভোর চারটা ৫৫ মিনিটে মারা গেছেন কুমিল্লার বুড়িচং উপজেলার ৫৫ বছরের এক পুরুষ এবং গতকাল শনিবার বেলা দুইটায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন বুড়িচং উপজেলার ৬২ বছরের এক নারী।

এদিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা পজিটিভ হয়ে গতকাল শনিবার রাত দুইটায় মারা গেছেন কুমিল্লার চান্দিনা উপজেলার হারং এলাকার ৭০ বছরের এক বৃদ্ধ এবং বিকেল সাড়ে পাঁচটায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ৫৮ বছরের এক পুরুষ।

হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে এ হাসপাতালে রোগী ভর্তি আছেন ১১১ জন। এর মধ্যে পুরুষ ৮৩ জন ও ২৮ জন নারী।